ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্প করবে বিএসসিসিএল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৪ সেপ্টেম্বর ২০২১  
তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্প করবে বিএসসিসিএল

তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পের অনুমোদন দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদ । এ প্রকল্পে ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা বিনিয়োগ করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বাংলাদেশের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সিস্টেমের সম্প্রসারণের জন্য এ প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। আলোচ্য প্রকল্পে বিনিয়োগকৃত মোট অর্থের মধ্যে সরকার দেবে ৩৯২ কোটি ৩৪ লাখ টাকা এবং ৩০০ কোটি ৮৩ লাখ টাকা বিনিয়োগ করা হবে কোম্পানির নিজস্ব তহবিল থেকে।

এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) থেকে নাম পরিবর্তন করে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি রাখার অনুমোদন দিয়েছে কোম্পানিটির পর্ষদ।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়