ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুই কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২১  
দুই কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি বিমা কোম্পানির দুজন উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের হাতে থাকা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মো. হান্নান উপহার হিসেবে তার স্ত্রী আফিফা হান্নানকে (সাধারণ শেয়ারহোল্ডার) ৪৬ হাজার ৫৯৩টি শেয়ারের মালিকানা হস্তান্তর করেছেন। স্টক এক্সচেঞ্জের লেনদেনের বাইরে এ শেয়ার হস্তান্তর করেছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

এদিকে, বিমা খাতের আরেক কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা আলহাজ মো. শাহজাহানের ৯ লাখ ৮৯ হাজার ২০৮টি শেয়ার উপহার হিসেবে তার ছেলে সারোয়ার জাহানকে মালিকানা হস্তান্তর করেছেন। স্টক এক্সচেঞ্জের লেনদেনের বাইরে উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করেছেন তিনি। এর আগে ২ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়