ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ফরচুন সুজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২১  
ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ফরচুন সুজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯.৯০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬.৩০ টাকায়। ফলে, কোম্পানিটির শেয়ার দর ৬.৪০ টাকা বা ৯.১৫ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর শমরিতা হসপিটালের ৯.১১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.১০ শতাংশ, খুলনা পাওয়ারের ৮.১৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৮.০৯ শতাংশ, ইবনে সিনার ৭.৯৭ শতাংশ, বাটা সু’র ৭.৪৪ শতাংশ, মুন্নু সিরামিকের ৭.১৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭.১৪ শতাংশ ও বেক্সিমকোর ৬.২৮ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়