ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রপ্তানি ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২১  
রপ্তানি ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা

অন্যান্য প্রযোজ্য খাতসহ রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে নগদ রপ্তানি ভর্তুকির আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো যাবে। তবে, দ্রুত নিরীক্ষা করার জন্য অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে। আগে ব্যাংকগুলোর রপ্তানি ভর্তুকি যাচাইয়ে আলাদা অডিট ফার্ম নিয়োগের নির্দেশনা ছিল।

ঢাকা/এনএফ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়