Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৩ ১৪২৮ ||  ১০ রবিউল আউয়াল ১৪৪৩

বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২১  
বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা  

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহ কেটেছে ধীরগতিতে। এ সময় বাজারে সূচক মিশ্রপ্রবণতা থাকলেও লেনদেন কমেছে। তবে এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।  

শনিবার (২৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫৬১ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯৪ হাজার ৬৮৫ কোটি ৪১ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬৩০ কোটি ৮৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন বেড়েছে ৩ হাজার ৯৪৫ কোটি ৪৮ লাখ টাকা। পুরো পুঁজিবাজারে বা দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।    

গত সপ্তাহে ডিএসইতে ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ১ হাজার ৪১২ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকা বা ১২.৭০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৫০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৬২টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৫০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৪৬ পয়েন্ট, সিএসসিএক্স ৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৮৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৩১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৪৯টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়