Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪৩

ডিএসই’র দাম কমার শীর্ষে মুন্নু সিরামিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২১  
ডিএসই’র দাম কমার শীর্ষে মুন্নু সিরামিক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। 

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোমবার (২৭ সেপ্টেম্বর) মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৫৯.৯০ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১৫১.৭০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ারের দাম ৮.২০ টাকা বা ৫.১২ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রোর ৪.১০ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.০৫ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.৭৩ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৩.৭২ শতাংশ, সিভিওর ৩.৫৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৪১ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৩.১২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৩.০৬ শতাংশ ও মিথুন নিটিংয়ের ৩.০৬ শতাংশ শেয়ারের দাম কমেছে।

ঢাকা/এনটি/সনি

সর্বশেষ