ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রপ্তানির নথি সরাসরি বিদেশে পাঠানোর সুযোগ দিলো কেন্দ্রীয় ব‌্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ৩ অক্টোবর ২০২১  
রপ্তানির নথি সরাসরি বিদেশে পাঠানোর সুযোগ দিলো কেন্দ্রীয় ব‌্যাংক

রপ্তানির নথি সরাসরি বিদেশ পাঠানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব‌্যাংক। এখন থেকে নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেলে রপ্তানির নথি সরাসরি বিদেশে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।

রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে পণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে রপ্তানি নথি শুধু ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ ছিল।

কেন্দ্রীয় ব‌্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রপ্তানিকারকরা সরাসরি রপ্তানি ডকুমেন্ট পাঠাতে পারবেন। এক্ষেত্রে কয়েকটি শর্ত পরিপালন করতে হবে। এর মধ্যে মূল পরিবহন দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এছাড়া, সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি আয় দেশে আসার পর উক্ত মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে। রপ্তানি সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়