ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসই-সিএসইতে সূচকের পতন, লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৪ অক্টোবর ২০২১  
ডিএসই-সিএসইতে সূচকের পতন, লেনদেন বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

তবে এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ২৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩২৭.৫৪ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ২৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৬৫.২৬ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৪১.৭১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ০.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯৩.৭৪ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৫৯৩.৯৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।


দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। ডিএসইতে এদিন ২ হাজার ৭৪৯ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১০ কোটি টাকা বেশি।

সোমবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ২১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৯৫.৭১ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
 
আর সার্বিক সিএএসপিআই সূচক ৪০.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪৬৯.৯৪ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮১.২৩ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ২৩৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। দিন শেষে সিএসইতে ১১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়