ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেয়ারবাজার নিয়ে আতঙ্ক ছড়াবেন না: শিবলী রুবাইয়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৪ অক্টোবর ২০২১   আপডেট: ২১:০৮, ৪ অক্টোবর ২০২১
শেয়ারবাজার নিয়ে আতঙ্ক ছড়াবেন না: শিবলী রুবাইয়াত

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

শেয়ারবাজার নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেছেন, ‘কেউ কেউ বাস্তবতার বাইরে গিয়ে শেয়ারবাজার অতিমূল্যায়িত বলে মন্তব্য করেন। বাস্তবে শেয়ারবাজার অতিমূল্যায়িত না। শেয়ারবাজার নিয়ে আতঙ্ক ছড়াবেন না।’

সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় বিএসইসি’র নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবলী রুবাইয়াত বলেন, ‘কেউ কেউ সূচক দেখে শেয়ারবাজারকে অতিমূল্যায়িত বলে মন্তব্য করে থাকেন। দেশের অর্থনীতি, জিডিপি ও মাথাপিছু আয়ে যে হারে উন্নতি হয়েছে, সে হারে কিন্তু শেয়ারবাজার বাড়েনি। কিন্তু কেউ এ বিষয়গুলোর সঙ্গে তুলনা করে না।’

তিনি বলেন, ‘সিকিউরিটিজের দর বাড়লে মূল্যসূচক বাড়ে—এটাই স্বাভাবিক। তাই, শুধু এই সূচক দিয়ে বাজারকে বিবেচনা করা ঠিক হবে না। মূল্য-আয় (পিই) অনুপাতকে বিবেচনায় নিতে হবে। এ বিবেচনায় শেয়ারবাজার অতিমূল্যায়িত না।’

দেশের অর্থনীতি যেভাবে এগিয়েছে, সেভাবে শেয়ারবাজার এগোয়নি বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান। তিনি বলেন, ‘বর্তমান কমিশন শেয়ারবাজারকে এগিয়ে নিতে নতুন নতুন পণ্য আনার চেষ্টা করছে। এছাড়া, কমিশন শেয়ারবাজারের প্রধান অংশ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে ও বিনিয়োগের রিটার্ন নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে সুশাসন জোরদার করছে কমিশন।’

তিনি বলেন, ‘শেয়ারবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এগিয়ে আসেন। তারা শেয়ারবাজারের খোঁজ-খবর রাখেন। এছাড়া, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহযোগিতা করেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। এর পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান। এছাড়া, কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী বক্তব্য রাখেন। এর পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ। সমাপনী বক্তব্য রাখেন কমিশনার আব্দুল হালিম।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়