ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৫ অক্টোবর ২০২১  
ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) সূচক বড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৩.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৩১.৩৯ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৭৮.১২ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৪১.৭১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৪.৪২ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৫৯৩.৯৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ডিএসইতে এদিন ২ হাজার ৩৪৬ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪০৩ কোটি টাকা কম।

মঙ্গলবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৭৭.৬৮ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
 
আর সার্বিক সিএএসপিআই সূচক ৩১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪৪১.৪৮ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ১.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮০.৫২ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। দিন শেষে সিএসইতে ৮৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়