ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ওরিয়ন ফার্মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৫ অক্টোবর ২০২১  
ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ওরিয়ন ফার্মা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ারের দাম সবচেয়ে বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (৪ অক্টোবর) ওরিয়ন ফার্মার দাম ছিল ৯৪.৯০ টাকা। মঙ্গলবার (৫ অক্টোবর) লেনদেন শেষে দাম দাঁড়িয়েছে ১০৪.৩০ টাকায়। ফলে দাম বেড়েছে ৯.৪০ টাকা বা ৯.৯০ শতাংশ।

এ দিন ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৮.৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮.৬৯ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৮.৬৮ শতাংশ, লাভেলোর ৮.৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৮.০৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৯৩ শতাংশ, লাফার্জহোলসিমের ৭.৭৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.৬৫ শতাংশ ও ইফাদ অটোসের ৬.৬৩ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। 
 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়