ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শেয়ারবাজারে সবাইকে ম্যাচিউরড আচরণ করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:৪৩, ৫ অক্টোবর ২০২১
‘শেয়ারবাজারে সবাইকে ম্যাচিউরড আচরণ করতে হবে’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘শেয়ারবাজার ম্যাচিউরড (পরিপক্ক) হওয়ার দিকে যাচ্ছে। আমাদের সবাইকে ম্যাচিউরড আচরণ করতে হবে। আর এটা করতে হলে সবার বিনিয়োগ শিক্ষার প্রয়োজন রয়েছে। ক্যাপিটাল মার্কেটের মতো টেকনিক্যাল জায়গায় বিনিয়োগ শিক্ষার গুরুত্ব অপরিসীম।’ 

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘শেয়ারবাজারের উন্নয়নে বিনিয়োগ শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান।

এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএর প্রথম সহ-সভাপতি মো. মনিরুজ্জামান। আর আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেন ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘এমন অনেকে দায়িত্বশীল পদে রয়েছেন, যারা আমানতকারী এবং বিনিয়োগকারীর পার্থক্য বোঝেন না। তারা না বুঝে এমন কিছু মন্তব্য করে ফেলেন, যা শেয়ারবাজারের ক্ষতি করে ফেলে। তাই শেয়ারবাজার সম্পর্কে জানতে হবে এবং দায়িত্বে থাকলে আরও গভীরে যেতে হবে।’ 

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘শেয়ারবাজারে সবাইকে ম্যাচিউরড আচরণ করতে হবে। আমাদের সবার আগে ভালো এবং খারাপ দিকগুলো পর্যালোচনা করতে হবে। এটা করতে শিক্ষার দরকার।’ 

অনেকেই সঠিক আচরণ করেন উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘তবে অল্প কয়েকজন ভুল শিক্ষা বা ভুল ধারণা থেকে এমন কিছু করে ফেলেন, যা অন্যান্যদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তাই বিনিয়োগ শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।’ 

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শেয়ারবাজার খুবই সংবেদনশীল। এই বাজারে কারও সৃষ্ট আতঙ্ক যেন অন্য কারও ক্ষতি করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান করেন তিনি।

স্বাগত বক্তব্যে ছায়েদুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেই যে সবাই শেয়ারবাজার সম্পর্কে জানবেন, তা ঠিক না। কারণ অনেকেই বড় বড় পদে বসেও ‘শেয়ারবাজার অনেক বেড়ে গেছে, আর বাড়তে দেওয়া ঠিক হবে না’ এ জাতীয় ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। তাই শেয়ারবাজার নিয়ে সবারই বিনিয়োগ শিক্ষার দরকার আছে।

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়