ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যবসা সম্প্রসারণে ৩ কোম্পানির সঙ্গে পদ্মা অয়েলের চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৭ অক্টোবর ২০২১  
ব্যবসা সম্প্রসারণে ৩ কোম্পানির সঙ্গে পদ্মা অয়েলের চুক্তি

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল তিনটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ডেল্টা এলপি গ্যাস, লাফস গ্যাস (বাংলাদেশ) এবং যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে চুক্তি সই করেছে।

কোম্পানিটি নিবন্ধিত ফিলিং স্টেশনের মাধ্যমে পেট্রোলিয়াম তেল বিক্রির জন্য কোম্পানি তিনটির সঙ্গে চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী কোম্পানিটি রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস এবং পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি প্রতি লিটার এলপিজি বিক্রির জন্য ০.৫০ টাকা রয়্যালিটি পাবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়