ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লেনদেনের শীর্ষে লাফার্জহোলসিম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১২ অক্টোবর ২০২১  
লেনদেনের শীর্ষে লাফার্জহোলসিম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১২ অক্টোবর) সূচকের পতন হলেও লেনদেন সামান্য বেড়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৮.৮০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ১৫০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১২.২০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ১৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে তৃতীয় অবস্থানে আছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানির ৮৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭.৮০ টাকায় লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেনে শীর্ষ ২০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো— পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, বেক্সিমকো, বিএটিবিসি, জিপিএইচ ইস্পাত, ম্যাকসন্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, অ্যাডভেন্ট ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, কাট্টলি টেক্সটাইল, একমি ল্যাব, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এনএফ/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়