ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বিনিয়োগকারীদের সুরক্ষা দিলে বন্ড মার্কেট জনপ্রিয় হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১৩ অক্টোবর ২০২১  
‘বিনিয়োগকারীদের সুরক্ষা দিলে বন্ড মার্কেট জনপ্রিয় হবে’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সামনের দিনে বন্ড মার্কেট অনেক বড় হবে। এটি জনপ্রিয় হওয়ার আগ পর্যন্ত বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে হবে। তা না পারলে ভালো কোন রিটার্ন আসবে না। বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারলে বন্ড মার্কেট জনপ্রিয় হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে আয়োজিত ‘বিনিয়োগকারীদের সুরক্ষায় বিমা ধারণা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, সালমা নাসরীন, বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বন্ডকে জনপ্রিয় করতে এবং বন্ড ক্রেতাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা আইডিআরএর সঙ্গে একটি প্রোডাক্ট ডিজাইন করেছি। এটা হয়তো সামনে আইডিআরএ চেয়ারম্যান আলোচনা করে সবার সামনে নিয়ে আসবেন। এই বন্ডের ব্যবসা হচ্ছে হাজার হাজার কোটি টাকার। এই বন্ডে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারলে আমরা জনপ্রিয় করতে পারব এবং বিমা কোম্পানিগুলোর কমিশন থেকে অনেক আয় হবে।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের সুরক্ষা কীভাবে দেব, এ প্রশ্নটা প্রথমেই আসবে। আমরা জানি না কোন কোম্পানি কখন কী ঘটাবে। আজ তদারকির পরে কাল কী করবে, তাতো আমরা জানি না। তখন কীভাবে বিনিয়োগকারীদেরকে সুরক্ষা দেব? এর সমাধান বিমা খাত।’

শিবলী রুবাইয়াত আরও বলেন, ‘যখন শেয়ারবাজার ও বিমা খাতে হাজার হাজার কোটি টাকার টার্নওভার করবে, তখন সরকারের রাজস্ব বাড়বে। এতে করে দেশের অর্থনীতি বাড়বে এবং জীবনযাত্রার মান বাড়বে। তাই আমাদেরকে নতুন নতুন পণ্য নিয়ে চিন্তা করতে হবে। এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে।’

বিমা খাতের অনেক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে, কেউ একটি নির্দিষ্ট সীমার বাইরে যেতে চাচ্ছি না। সবাই একই চিন্তা-ভাবনা, একই সীমানা, একই গন্ডি ও নিয়মনীতির মধ্যে থাকতে চায়। কিন্তু এর বাইরে যে কত সুযোগ রয়েছে, সেটা কেউ নেওয়ার চেষ্টা করে না। এই কারণে সম্পদের কাড়াকাড়ি ও মার্কেটটাকে ছোট করে রাখছি। যাতে করে ব্যবসা-বাণিজ্য বাড়ে না এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে ক্ষতি এসে যায়। এছাড়া, লাভ কম হয়।’

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়