ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোনালী পেপারের মুনাফায় উল্লম্ফন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১৩ অক্টোবর ২০২১   আপডেট: ১০:২৫, ১৩ অক্টোবর ২০২১
সোনালী পেপারের মুনাফায় উল্লম্ফন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফায় বড় উল্লম্ফন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ৩ মাসে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৬৬ টাকা। আগের বছর একই সময়ে করপরবর্তী মুনাফা হয়েছিল ১ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকা এবং ইপিএস হয়েছিল ০.৬৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে ৬.০৩ টাকা বা ৯৫৭ শতাংশ বা ১০.৫৭ গুণ বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯০.৯৯ টাকা।

হঠাৎ মুনাফা উল্লম্ফনের বিষয়ে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিকে নানা আর্থিক খরচ কমেছে অপরদিকে পণ্য বিক্রি ও অন্যান্য খাতে আয় বৃদ্ধি পাওয়ায় মুনাফা বেড়েছে। তাছাড়া আলোচ্য সময়ে বেশি কাঁচামাল কেনার কারণে ক্যাশ ফ্লো কিছুটা কমেছে।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়