Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এনআরবিসি ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ১০:০৫, ১৬ অক্টোবর ২০২১
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এনআরবিসি ব্যাংক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এনআরবিসি ব্যাংক শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৪.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়ায় ৩১.৬০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম ৭.২০ টাকা বা ২৯.৫১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেফার্ডের ২৪.৫৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২১.৭৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৯.৫৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৯.০৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬.৫৫ শতাংশ, ফরচুন সুজের ১৩.৭১ শতাংশ, আমান ফিডের ১২.০১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১১.৪১ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১০.৩০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়