ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাজার মূলধন কমেছে ১১ হাজার ২৫৮ কোটি টাকা  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৬ অক্টোবর ২০২১  
বাজার মূলধন কমেছে ১১ হাজার ২৫৮ কোটি টাকা  

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহ কেটেছে আগের চেয়ে ধীরগতিতে। এ সময় বাজারে সূচক-লেনদেন কমেছে। এছাড়া, কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২৫৮ কোটি ৯০ লাখ টাকা।  

শনিবার (১৬ অক্টোবর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ ৩ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ১১ কোটি টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৬ হাজার ৮৭৯ কোটি টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৬৩১ কোটি ৯৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন কমেছে ৯ হাজার ২৪৭ কোটি টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২৫৮ কোটি ৯০ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ৯ হাজার ৬২ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ৩ হাজার ৬৬২ কোটি ৮৫ লাখ টাকা বা ২৮.৭৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১২৪টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে ৩২৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১১৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯৬ পয়েন্ট কমে ১২ হাজার ৬৮২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১১৪টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়