Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

সেরা এজেন্টদের পুরস্কার দিয়েছে ব্র্যাক ব্যাংক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৬ অক্টোবর ২০২১  
সেরা এজেন্টদের পুরস্কার দিয়েছে ব্র্যাক ব্যাংক

এজেন্ট ব্যাংকিং চ্যানেলের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও নেটওয়ার্ক সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো এজেন্ট ব্যাংকিং পুরস্কার দিয়েছে ব্র‌্যাক ব্যাংক। দেশের আটটি বিভাগের প্রতিটি থেকে একজন করে এজেন্টকে পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীতে ব্র‌্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কারপ্রাপ্ত এজেন্টরা হলেন—ঢাকা বিভাগের বোয়ালমারী এজেন্ট ব্যাংকিং আউটলেটের শ্যামল কুমার, চট্টগ্রাম বিভাগের বাড়ইয়েরহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের মো. আশরাফ উদ্দীন, রাজশাহী বিভাগের পাঁচবিবি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মো. রাসেল মন্ডল, রংপুর বিভাগের ভোজনপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের মো. আলমগীর কবির, খুলনা বিভাগের গাংনী এজেন্ট ব্যাংকিং আউটলেটের মিলন আহমেদ, বরিশাল বিভাগের বাউফল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মো. উজ্জ্বল হোসেন, সিলেট বিভাগের মাধবপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিশ্বজিৎ কুমার দাস এবং ময়মনসিংহ বিভাগের ভালুকা এজেন্ট ব্যাংকিং আউটলেটের শামসুন নাহার।

সেরা এসএমই ব্যাংকিংবান্ধব আউটলেট, সেরা রিটেইল ব্যাংকিংবান্ধব আউটলেট, সেরা উইমেন ব্যাংকিংবান্ধব আউটলেট, সবচেয়ে বেশি অ্যাকাউন্ট খোলা, সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ, সবচেয়ে বেশি রেমিট‌্যান্স এবং করপোরেট বিল কালেকশনের জন্যও পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার দেওয়া হয়েছে বেস্ট এজেন্ট ফিল্ড অফিসার, এজেন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, বেস্ট সাপোর্টিং ব্র‌্যাঞ্চ, বেস্ট সাপোর্টিং এসএমই ইউনিট অফিস, বেস্ট কন্ট্রিবিউটিং করপোরেট রিলেশনশিপ ম্যানেজার এবং বেস্ট কন্ট্রিবিউটিং রিটেইল রিলেশনশিপ ম্যানেজার শ্রেণিতেও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ‌্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ‌্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী মঈনুল ইসলাম, হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়