ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছয় কার্যদিবসে ডিএসইতে ২৭০, সিএসইতে ৪৫৬ পয়েন্ট পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৮ অক্টোবর ২০২১  
ছয় কার্যদিবসে ডিএসইতে ২৭০, সিএসইতে ৪৫৬ পয়েন্ট পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ অক্টোবর) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে ধরাবাহিকভাবে ছয় কার্যদিবস উভয় শেয়ারবাজারের সূচকে পতন ঘটেছে। এ সময়ে ডিএসইতে ২৭০ পয়েন্ট ও সিএসইতে ৪৫৬ পয়েন্টের পতন হয়েছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৮৯.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৭.২৭ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ২৬.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৭৮.৫৫ পয়েন্টে। এর আগে ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ২১.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫২৫.১৭ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। ডিএসইতে এদিন ১ হাজার ৩২৯ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৬৩ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৫৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪৬৫.১৫ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সার্বিক সিএএসপিআই সূচক ২৭৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭৪৮.৬০ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ২৩.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৪.৪২ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। দিন শেষে সিএসইতে ৭৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়