Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

ডিএসইতে দাম কমার শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৮ অক্টোবর ২০২১  
ডিএসইতে দাম কমার শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।  বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ার ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৮.৫০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১৬.৮০ টাকায়। ফলে কোম্পানির শেয়ারের দাম ১.৭০ টাকা বা ৯.১৮ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ৮.৪৫ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.৯২ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৭.৯০ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৭.৫৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৭.৩৭ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৭.২১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬.৫৭ শতাংশ, আইএলএফএসএলের ৬.৩২ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৫.৯০ শতাংশ শেয়ারের দাম কমেছে।

এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়