ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আয় কমেছে গ্রামীণফোনের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২১ অক্টোবর ২০২১  
আয় কমেছে গ্রামীণফোনের

শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের চলতি হিসাব বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আর (ইপিএস) হয়েছে ১৯.২৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৯.৮৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ০.৬৬ টাকা বা ৩ শতাংশ কমেছে।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৩৪ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬.৫৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ০.২৫ টাকা বা ৪ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৫৭ টাকায়।

ঢাকা/এনটি/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়