Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

ডিএসইর লেনদেনে সেরা বেক্সিমকো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৩ অক্টোবর ২০২১  
ডিএসইর লেনদেনে সেরা বেক্সিমকো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গত সপ্তাহে সেরা স্থানটি দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিলো ৭.৮৭ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে বেক্সিমকোর ৪৭৫ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫৬ টাকায় বেচাকেনা হয়েছে।

আইএফআইসি ব্যাংক লিমিটেড গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৫.১৯ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমান ছিল ৩১৩ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭.৬০ টাকায় বেচাকেনা হয়েছে।
 
গত সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিলো ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩১৩ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ৫.১৮ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১০৫.৯০ টাকায় বেচাকেনা হয়েছে।

গত সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়