ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সূচক নিম্নমুখী লেনদেন বেড়েছে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২৪ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:২১, ২৪ অক্টোবর ২০২১
সূচক নিম্নমুখী লেনদেন বেড়েছে 

দেশের পুঁজিবাজারে রোববার (২৪ অক্টোবর) সব ধরনের সূচকের পতন হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে ৭ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৭১ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৫৭ টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে ১ হাজার ৫৫৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৭২ পয়েন্ট কমে ১২ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬২টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৯ লাখ টাকা।

এনএফ/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়