Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের কাস্টোডিয়াল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৬ অক্টোবর ২০২১  
এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের কাস্টোডিয়াল

ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মধ‌্যে ‘এইচএফএএমএল শরিয়া ইউনিট ফান্ড’ নামে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার জন্য একটি কাস্টোডিয়াল চুক্তি হয়েছে। এ চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংকের ক্যাপিটাল মার্কেট ইউনিট মিউচুয়াল ফান্ড পরিচালনার জন্য এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে কাস্টোডিয়াল সার্ভিস দেবে।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ফায়েকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের পোর্টফোলিও ম্যানেজার মো. শিহাব আলম খান অপুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়