ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইসলামী ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ উদ্বোধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১ নভেম্বর ২০২১  
ইসলামী ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ’ পালন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারক খান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ব্যাংকের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ‌্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস এম রবিউল হাসানসহ ব্যাংকের বিভিন্ন উইং, ডিভিশন, জোন ও শাখার প্রধানরা সশরীরে ও ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়