ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের নিজস্ব অফিস উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৯:২০, ১৯ নভেম্বর ২০২১
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের নিজস্ব অফিস উদ্বোধন

শেয়ারবাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএসজেএফ) নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের চতুর্থ তলায় সংগঠনটির নিজস্ব অফিস উদ্বোধন করেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ’র সভাপতি হাসান ইমাম রুবেল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘আমরা শেয়ারবাজারের উন্নয়নে এখনো কিছুই করতে পারিনি। তারপরেও স্টেকহোল্ডাররা যেভাবে প্রশংসা করেন, তাতে সত্যিই ধন্য হয়ে যাই। আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০ শতাংশ। এটা কোনো মার্কেট হলো না। তারপরেও কতলোক বলে ফেলছে, মার্কেট অনেক বড় ও অতিমূল্যায়িত হয়ে গেছে। এসব বিষয়গুলো মোকাবেলা করতে হবে, যা আমাদের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘নিজের বাসা বা ঠিকানা যে কী পরিমাণ প্রয়োজন, তা আমরা সবাই বুঝি। যারা নিজেদের বাসায় থাকি, তারা নিজেদের অনেক ভাগ্যবান মনে করি। আসলে কোনোকিছুই স্থায়ী ঠিকানা ছাড়া ভালোভাবে করা সম্ভব হয়নি। সিএসজেএফ এতদিন ধরে যতকিছু করতে চাচ্ছিল, তা ঠিকভাবে করতে পারছিলে না। ঠিকভাবে করতে গেলে স্থায়ী ঠিকানা খুবই দরকার। তাই ক্যাপিটাল মার্কেট বিটের সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে সঠিক তথ্য তুলে আনতে হবে, যা কমিশনের কাজকে সহজ ও দ্রুত করে তুলবে।’

বিএসইসি’র চেয়ারম্যান বলেন, ‘যেসব ব্যবসায়ীদের পত্রিকা রয়েছে, তাদের নিজেদের স্বার্থ রক্ষা বা প্রভাবিত করতে গিয়ে ভুল সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। আমরা কিন্তু নিউজ দেখলেই বুঝি, কেনো বা কোন স্বার্থে নিউজটি করা হয়েছে। আমরা সত্য সংবাদ দেখতে চাই। নিজের ব্যবসার সুবিধার জন্য বা অন্যের জন্য ক্ষতিকর এমন কোনো সংবাদ চাই না। এ বিষয়গুলো সিএমজেএফ প্রতিরোধ করবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেন বলেন, ‘‘সাংবাদিকদের শেয়ারবাজারের বিভিন্ন ঘটনার কারণ বিশ্লেষণ করে এবং বিভিন্ন ট্রেন্ড বিশ্লেষণ করে প্রতিবেদনে তুলে ধরতে হবে। আমাদের চেয়ে ভারতের শেয়ারবাজার ১৫ থেকে ২০ বছর এগিয়ে আছে। উন্নত দেশগুলো আরও বেশি এগিয়ে আছে। নতুন নতুন প্রডাক্ট ডেরিটিভ থেকে শুরু করে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ প্রডাক্ট তৈরি করতে আমাদের ভূমিকা রাখতে হবে। 

‘সাংবাদিকরা সেই প্রোডাক্ট সম্পর্কে যেন ধারণা নিতে পারে সেজন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পর্যায়ক্রমে ছোট করে হলেও অংশীজনের সহায়তায় প্রথমে ভারত থেকে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করতে হবে। ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নত দেশেও প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে। এরফলে উন্নত বিশ্বে শেয়ারবাজার নিয়ে সাংবাদিকরা কীভাবে কাজ করে এবং তাদের তথ্যের উৎসগুলো কোথায় তা জানতে পারবে।’’  

তিনি বলেন, ‘আমাদের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে যাতে সাংবাদিকদের পারদর্শীতা অর্জন করতে পারে সেজন্য কমিশনকে সকল স্টেকহোল্ডারদের সহযোগিতা করতে হবে।’

বিএসইসি’র কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদন বলেন, ‘শেয়ারবাজারে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও আনতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্যোগ গ্রহণ করেছেন। বিএসইসিও কাজ করছে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’

শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘দেশে অনেক বড় বড় কোম্পানি আছে, যারা এখনও শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি। দেশে কোটি কোটি টাকার ব্যবসা করছে কিন্তু শেয়ারবাজারে আসতে চায় না। তাদেরকে শেয়ারবাজারে নিয়ে আসতে হবে। তাদেরকে নিয়ে আসতে কর সুবিধা দিতে হবে। তাতে সরকারের লোকসান নেই। বরং সরকার অন্য কোনো না কোনো পন্থা থেকে তার চেয়ে বেশি লাভবান হবে।’

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, ‘আজকে সিএমজেএফের নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সিএমজেএফ’র নিজস্ব অফিস নেওয়ার ক্ষেত্রে ওয়ালটন সর্বোচ্চ সহযোগীতা করেছে। আর এটা বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কারণে সম্ভব হয়েছে। নৌকা চালাতে দক্ষ একজন নাবিক দরকার। আর শেয়ারবাজারের দক্ষ নাবিক হলেন বিএসইসি’র চেয়ারম্যান।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের অনেক সংগঠন রয়েছে। আমিও বিভিন্ন সংগঠনের সদস্য। তবে আমার কাছে সিএমজেএফ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। তারা এটমবোমার মতো। ছোট্ট হলেও সংগঠনটি অনেক বেশি শক্তিশালী। আর চমৎকার একটি জায়গায় সংগঠনটি তাদের নিজস্ব অফিস নিয়েছে। তাই আমি মনে করি, এই অফিস শক্তিশালী সংগঠনের একটি নিউক্লিয়াস। আমি সিএমজেএফের এ শুভযাত্রা কামনা করছি।’

স্বাগত বক্তব্যে সিএমজেএফ’র সভাপতি হাসান ইমাম রুবেল বলেন, ‘নিজস্ব অফিস বাস্তবায়নের জন্য যারাই আমাদের সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তবে এই কৃতজ্ঞতার মানে কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া নয়। বরং সাংবাদিক হিসেবে আমাদের কাজই সঠিক তথ্যটি উপস্থাপন করা। সাংবাদিকতার নীতি-নৈতিকতা থেকে সরে আসার সুযোগ নেই। বর্তমান কমিশন সেটিই চায়, যেন সঠিক তথ্যটি পাঠকের কাছে পৌঁছে।’

অনুষ্ঠানের শেষে সিএমজেএফের নিজস্ব অফিস কেনায় সার্বিক সহাযোগীতা করার জন্য বিএসইসি, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), দ্যা সিটি ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), এনআরবিসি ব্যাংক, এলআর গ্লোবাল বাংলাদেশ, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন; 

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, লংকা বাংলা সিকিউরিটিজ, আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ, আইডিএলসি ফাইন্যান্স অ্যান্ড সাবসিডিয়ারিস, ইউনাইটেড সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক, এবি সিকিউরিটিজ, এবি ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিনবি), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ (সিসিবিএল), প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং শেয়ারবাজার নিউজকে সম্মননা স্মারক প্রদান করা হয়।

ঢাকা/এনটি/এনএফ/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়