Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৭ ১৪২৮ ||  ২৪ রবিউস সানি ১৪৪৩

৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৫ নভেম্বর ২০২১  
৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে

পুঁজিবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।  শুধু লেনদেন ও সূচক নয় বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমেছে।

লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স  ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৭ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি টাকা। এরপর লেনদেন উঠা নামা করলেও এতোটা নিচে নামেনি। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৯টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৫২৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১২৩ পয়েন্ট কমে ১২ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬০টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ টাকা।

ঢাকা/এনএফ/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়