ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তেলের দাম স্থিতিশীল হলেই কমানো হবে: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১ ডিসেম্বর ২০২১  
তেলের দাম স্থিতিশীল হলেই কমানো হবে: অর্থমন্ত্রী

ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো স্থিতিশীল হয়নি। তেলের কোনদিন কমে, আবার কোনদিন বেড়ে যায়। এ অবস্থায় দাম স্থিতিশীল হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’

বুধবার (১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমছে। বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নজর রাখছে। জ্বালানি প্রতিমন্ত্রী এ বিষয়ে কথাও বলেছেন। বিপিসি থেকে কোনো প্রস্তাব পাওয়া গেলে সেটা কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

করোনার নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি বাংলাদেশে করোনার নতুন এ ভেরিয়েন্টের প্রভাব পড়বে না। তবু সরকার সবদিক থেকে সতর্ক রয়েছে। করোনাকালে দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে মোকাবিলা করা হয়েছে, এবারও যদি পরিস্থিতি অবনতি ঘটে তবে তার জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

বিদেশে অর্থ পাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে জাতীয় সংসদসহ বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে। আমি বহুবার বলেছি অর্থ পাচারের কোনো সুনির্দিষ্ট প্রমান থাকলে আমাকে দেন, আমি অবশ্যই পদক্ষেপ নেবো।’

তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে বেশ কয়েকজনকে আইনের আওতায় এনেছে। তারা শাস্তিও ভোগ করছে। আরও কিছু নামের তালিকা আমার কাছে আছে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানাবো। অর্থ পাচারের বিরুদ্ধে সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা তৎপর রয়েছে।’

হাসনাত/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়