ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রেমিট্যান্স আয় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ২ ডিসেম্বর ২০২১  
রেমিট্যান্স আয় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন

চলতি হিসাব বছরের শুরু থেকে কমতে থাকে রেমিট্যান্স আয়। দিন যতই যাচ্ছে ততই কমছে রেমিট্যান্স প্রবাহ। নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান। ২০২০ সালের মে মাসের দেশে ১৫০ কোটি ৪৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্সের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে রেমিট্যান্স এসেছে ৮৬০ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৯ কোটি ৩৯ লাখ ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২২৮ কোটি ৫২ লাখ ডলার বা ২১ শতাংশ।

এদিকে, সদ্য সমাপ্ত নভেম্বরে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত অক্টোবর থেকে ৯ কোটি ৩১ লাখ মার্কিন ডলার কম এবং আগের বছর একই সময়ে চেয়ে ২৫ শতাংশ বা ৫২ কোটি ৫০ লাখ ডলার কম। অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। গত বছরের নভেম্বরের রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা কিছুটা কমে আসার পর অনেকেই অবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আসা অনেকটা কমে গেছে। করোনা মহামারির পর প্রবাসীদের আয়ও কমেছে। এসব কারণে রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে মনে করছেন তারা।

নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটিতে এসেছে ৩ কোটি ডলার রেমিট্যান্স। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

এবারও রেমিট্যান্স আহরণে শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি মাধ্যমে নভেম্বরে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৯৬ লাখ ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ৬৯ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮০ লাখ ডলার এবং ব্যাংক এশিয়ার মাধ্যমে এসেছে ৬ কোটি ৯৮ ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশে ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের ৫ মাসে আগের চেয়ে রেমিট্যান্স আহরণ করেছে ২১ শতাংশ।

এনএফ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়