ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিও হিসাব বেড়েছে  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২ ডিসেম্বর ২০২১  
বিও হিসাব বেড়েছে  

পুঁজিবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। আর এর ধারাবাহিকতায় নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে বিনিয়োগকারীরা। এর মধ্যে পুরুষদের পাশাপাশি নারীদের বিও হিসাবের সংখ্যাও বাড়ছে। 

সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন ধরেই বাজারে সূচক ও লেনদেনে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে ডিসেম্বর ক্লোজিংয়ে বাজার ফের ইতিবাচক ধারায় ফেরার সম্ভাবনা রয়েছে। আর তাই এই মুহুর্তে নতুন বিনিয়োগকারীরা বাজারে আসছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত নভেম্বর মাসের শেষ দিন বিও হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৭৮৩টি। অক্টোবর মাসে বিও হিসাব ছিলো ২০ লাখ ১০ হাজার ৫০০টি। মাসের ব্যবধানে ৯ হাজার ২৮৩টি বিও হিসাব বেড়েছে। এর মধ্যে পুরুষদের বিও হিসাব বেড়েছে ৭ হাজার ২৬টি এবং নারীদের বেড়েছে ২ হাজার ১৪৩টি।

নভেম্বর মাসে পুরুষদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫৪টি এবং নারীদের ৫ লাখ ৩ হাজার ৬৯৬টি। অক্টোবর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিলো ১৪ লাখ ৯৩ হাজার ৮২৮টি এবং নারীদের ছিলো ৫ লাখ এক হাজার ৫৫৩টি।

অক্টোবর মাসের শেষ দিন কোম্পানির বিও হিসাব ছিলো ১৫ হাজার ১১৯টি। নভেম্বরে ১১৪টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৩টি।

নভেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৯ হাজার ৮৩৬টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে নভেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৭০৯টি। যা অক্টোবর মাসের শেষ দিন ছিলো ১৯ লাখ ৪ হাজার ৮৭৩টি।

নভেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৬৬৭টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮৪১টি। অক্টোবর মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিলো ৯০ হাজার ৫০৮টি।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়