ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে দাম কমার শীর্ষে বিডি ফাইন্যান্স ফান্ড ওয়ান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২ ডিসেম্বর ২০২১  
ডিএসইতে দাম কমার শীর্ষে বিডি ফাইন্যান্স ফান্ড ওয়ান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ ডিসেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। 

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় ফান্ডটির ইউনিট ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার (১ ডিসেম্বর) ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯.৮০ টাকায়। 

বৃহস্পতিবার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮.৯০ টাকায়। ফলে ফান্ডটির ইউনিট দর ০.৯০ টাকা বা ৯.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিলবাংলা সুগারের ৮.৬৪ শতাংশ, অলটেক্সের ৪.৮৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৬৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.৩৬ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.১১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২.৯৫ শতাংশ, জাহিনটেক্সের ২.৮৫ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ২.৭৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ২.৭৩ শতাংশ কমেছে।

ঢাকা/এনটি/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়