ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৫ ডিসেম্বর ২০২১  
পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

বাংলাদেশের পুঁজিবাজারে রোববার (৫ ডিসেম্বর) সূচকের উত্থানের ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৫ কোটি  ১৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪১৫ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৩২ লাখ টাকা।

এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়