ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:৫৬, ৬ ডিসেম্বর ২০২১
ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭৮.৫৩ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৪.৬৩ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৪.৬৭ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন ডিএসইতে ৩৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির। দিন শেষে ডিএসইতে ৮৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৭০.৫৬ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সার্বিক সিএএসপিআই সূচক ৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪১২.২৬ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সিএসআই সূচক ৫.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫২.১৯ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।

সোমবার সিএসইতে ২৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত আছে ২৯টির। দিন শেষে সিএসইতে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা কম।

ঢাকা/এনটি/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়