ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:৫৯, ৬ ডিসেম্বর ২০২১
ডিএসইতে দাম বাড়ার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ ডিসেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রোববার সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৯.২০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

সোমবার ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৯৪ শতাংশ, হাক্কানি পাল্পের ৯.৮৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৯.৭৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৭৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৫৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৫২ শতাংশ, সমতা লেদারের ৭.৩১ শতাংশ, ডমিনেজ স্টিলের ৭.২৫ শতাংশ এবং সুহৃদের শেয়ার দর ৭.১৮ শতাংশ বেড়েছে।

এনটি/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়