ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাহিন স্পিনিংয়ে সম্পদ ক্রয়ে নিরীক্ষকের সন্দেহ প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৭ ডিসেম্বর ২০২১  
জাহিন স্পিনিংয়ে সম্পদ ক্রয়ে নিরীক্ষকের সন্দেহ প্রকাশ

স্থায়ী সম্পদ কেনার ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ লঙ্ঘন করেছে বলে মনে করে শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিংয়ের নিরীক্ষক। 

এছাড়া সম্পদ কেনার প্রমাণাদি না থাকার কারণে গুরুতর অনিয়ম হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে কোম্পানিটির সংশ্লিষ্ট নিরীক্ষক।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জাহিন স্পিনিংয়ের নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ ২০২০-২১ হিসাব বছরে স্থায়ী সম্পদ প্রোপার্টি প্লান্ট অ্যান্ড ইক্যুপমেন্ট ক্রয় দেখিয়েছে ৬ কোটি ১ লাখ টাকার। এর মধ্যে ১ কোটি ৩০ লাখ টাকা দেনাদারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। বাকি টাকা নগদে পরিশোধ করা হয়েছে, যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৩০(এম) এর লঙ্ঘন।

এদিকে ওই সম্পদের বিষয়ে নিরীক্ষার জন্য পর্যাপ্ত প্রমাণাদি হাতে পাননি বলে জানিয়েছেন নিরীক্ষক। তাই ওই সম্পদ নিয়ে আর্থিক হিসাবে ভুল তথ্য দেওয়া থাকতে পারে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, জাহিন স্পিনিং শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৬৮.৯০ শতাংশ শেয়ার। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাহিন স্পিনিংয়ের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮.8০ টাকায়।

ঢাকা/এনটি/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়