ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নতুন ওএমএস চালু করলো লংকাবাংলা সিকিউরিটিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১৭ জানুয়ারি ২০২২  
নতুন ওএমএস চালু করলো লংকাবাংলা সিকিউরিটিজ

নতুন অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ। নতুন এ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমেন নাম ‘ট্রেড এক্সপ্রেস’। এর মাধ্যমে ডিএসই ও সিএসই থেকে সহজেই অনলাইনে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা।

লংকাবাংলা সিকিউরিটিজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ উদ্যোগটি বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মাদ এ মঈন। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত যুগোপযোগী ও যুগান্তকারী একটি লেনদেনের প্ল‌্যাটফর্ম তৈরির কার্যক্রম বাস্তবায়নে সার্বিক উদ্যোগ ও দিক-নির্দেশনা প্রদানের জন্য বিএসইসি চেয়ারম্যানসহ সংস্থাটির সব কর্মকর্তা ও দুই স্টক এক্সচেঞ্জের প্রতি ধন্যবাদ জানান তিনি।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়