ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৬ জানুয়ারি ২০২২  
দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির সিভিও পেট্রোকেমিক্যাল ও মীর আখতারের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানি দুইটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামীকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে কোম্পানি দুইটির শেয়ারের লেনদেন ‘এ’ ক্যাটাগরিতে শুরু হবে।

সিভিও পেট্রোকেমিক্যালের পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

এদিকে মীর আখতার হোসেনের পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়