ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আসছে ঈদ, তবু জুতার বাজারে মন্দা

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৮ এপ্রিল ২০২২  
আসছে ঈদ, তবু জুতার বাজারে মন্দা

উৎসবপ্রিয় বাঙালির কাছে নতুন পোশাকের সঙ্গে নতুন জুতাও যেন অপরিহার্য। সেটা সামাজিক বা ধর্মীয়, যে উৎসবই হোক না কেন। জামা-প্যান্ট, সালোয়ার-কামিজ, পাজামা-পাঞ্জাবি, শাড়ি যা-ই হোক না কেন, এসব কেনার পর তার সঙ্গে মানানসই জুতা বা স্যান্ডেল কেনার পরই কেবল পূর্ণতা পায় উৎসব উদযাপনের প্রস্তুতি।

পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে জুতা-স্যান্ডেল কিনতে পছন্দ করেন অনেকে। মানুষের পছন্দের দিকে লক্ষ রেখে দেশি কোস্পানিগুলো কালো, চকলেট, সোনালি, রুপালি, মেরুন, সাদাসহ বিভিন্ন রঙ ও ডিজাইনের জুতা-স্যান্ডেল বাজারে এনেছে। এসব বাহারী জুতা বা স্যান্ডেল হালের ফ্যাশন-সচেতন মানুষের বেশি পছন্দের।

করোনার কারণে গত দুই বছরের বিভিন্ন উৎসবে বেচাকিনি কম হয়েছে। করোনার প্রকোপ কমে যাওয়ায় জুতা-স্যান্ডেলের বাজার এবার করোনার আগের ঈদ উৎসবের মতো চাঙ্গা হবে, এমনটাই আশা ছিল ব্যবসায়ীদের। তবে, তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ালেও কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না। যদিও ঈদের এখনও ৩-৪ দিন বাকি আছে। আগামী কয়েক দিনে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা।

রাজধানীর এলিফেন্ট রোডে অ্যাপেক্স শোরুমের ব্যবস্থাপক জামিউল ইসলাম বলেন, ‘করোনা মহামারির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কাঁচামালের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় জুতার দাম বেড়েছে। ফলে, এ বছর বিক্রি কম হচ্ছে। তাছাড়া, করোনার ধাক্কা সামলানো মানুষের হাতে তেমন টাকা-পয়সা নেই।’

রাজধানীর মৌচাক, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় বাটা, এপেক্স, ভাইব্রেন্ট, বেসহ বিভিন্ন জুতার দোকান ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব শোরুমে লোকজন মোটামুটি আসলেও বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় আছেন তারা।

নতুন হিসেবে ইউএস-বাংলা ফুটওয়্যারের ভাইব্রেন্ট ক্রেতাদের মোটামুটি পছন্দের তালিকায় আছে। ভাইব্রেন্ট গ্রাহকদের চাহিদা বিবেচনায় ৮০০ মডেলের জুতার কালেকশন রেখেছে শোরুমগুলোতে। নারী, পুরুষ ও শিশুদের জন্য জুতা-স্যান্ডেলের নতুন কালেকশন আছে বলে জানিয়েছেন ভাইব্রেন্টের শোরুম ইনচার্জ খলিলুর রহমান। তিনি বলেন, ‘ঈদে আমাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ হবে কি না, সন্দেহ আছে। আমাদের শোরুমের ঈদ উপলক্ষে বিক্রির টার্গেট এখন পর্যন্ত ৫০ শতাংশের মতো পূরণ করতে পেরেছি।’

এবারের ঈদে কেমন জুতা বা স্যান্ডেলের চাহিদা বেশি, জানতে চাইলে বাটা শোরুমের ব্যবস্থাপক হাফেজ খাঁন বলেন, ‘এবারের ঈদে বাচ্চাদের আইটেম বেশি চলছে। এরপরেই নারীদের জুতা-স্যান্ডেল। তবে আমাদেরকে বিদেশি, বিশেষ করে চীনা জুতা-স্যান্ডেল-কেডসের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে। চীনা পণ্যের দাম আমাদের পণ্যের চেয়ে কম বলেই দেশি পণ্যের ওপর বড় একটা প্রভাব পড়ছে।’

রাজধানীর বসুন্ধরা শপিংমলে বাটার সবচেয়ে বড় শোরুম। এখানে  জুতা কিনতে এসেছেন বর্ণ। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই বাটার জুতা ব্যবহার করছি। নিজের এবং স্ত্রীর জন্য জুতা কিনতে এলাম। তবে, এবার জুতার দাম ও মানের হিসাব মেলাতে পারছি না। চীনের জুতার দাম আমাদের চেয়ে কম। লোকাল জুতার অনেক দাম। এ ব্যাপারে কোম্পানিদের আরেকটু বিবেচনা করা দরকার।’

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়