ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৪ কোম্পানির বোনাস লভ্যাংশ বিওতে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৯ মে ২০২২  
৪ কোম্পানির বোনাস লভ্যাংশ বিওতে 

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। 

সোমবার (৯ মে) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ডাচ্-বাংলা ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং।

তথ্য মতে, সিডিবিএলের মাধ্যমে কোম্পানিগুলো ২০২১ সালের ৩০ জুন ও ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার ৯ মে বিও হিসাবে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডাচ্-বাংলা ব্যাংক সাড়ে ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। একই হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। এর মধ্যে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। এদিকে উত্তরা ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। এর মধ্যে ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

এছাড়া, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ড্রাগন সোয়েটার ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়