ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাজার মূলধন কমেছে ১৩ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৪ মে ২০২২  
বাজার মূলধন কমেছে ১৩ হাজার কোটি টাকা

শেয়ারবাজারে গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দরে পতন হয়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৮৯ কোটি ৮৬ লাখ টাকা।
 
শনিবার (১৪ মে) সাপ্তাহিক পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৩৬ হাজার ৯৬১ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকা। আর সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩১ হাজার ১২ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫ কোটি ৯৪৮ কোটি ৯ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৪ লাখ ৬৮ হাজার ২০৮ কোটি ৫৩ লাখ টাকা। আর সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬১ হাজার ৬৬ কোটি ৭৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৪১ কোটি ৭৭ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৮৯ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে ৫ হাজার ৩৯৭ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৪ হাজার ৫৭ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার কোটি ৬৪৪ কোটি ৭ লাখ টাকা বা ৩৩.০২ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪০৬ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৩২টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৫৮৯ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮০ লাখ টাকা।

গেল সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২১১ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৪২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে গেল সপ্তাহে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৪৮টির, ১৮৩টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়