ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাজার মূলধন কমেছে ৩১ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২১ মে ২০২২   আপডেট: ১৫:০২, ২১ মে ২০২২
বাজার মূলধন কমেছে ৩১ হাজার কোটি টাকা

শেয়ারবাজারে গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দরে পতন হয়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ৩১ হাজার ৪৬১ কোটি টাকা।
 
শনিবার (২১ মে) সাপ্তাহিক পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৩১ হাজার ১২ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকা। আর সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৯ হাজার ৮৭২ কোটি ১৭ লাখ ৮৭ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২১ হাজার ১৪০ কোটি ৮১ লাখ ৬৩ হাজার টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৪ লাখ ৫২ হাজার ৩২০ কোটি ৭৭ লাখ টাকা। আর সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৪১ হাজার ৯৯৯ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৩২১ কোটি টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে ৩১ হাজার ৪৬১ কোটি টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে ৩ হাজার ২৩৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩৯৭ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার ১৬২ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৬ পয়েন্টে।

ডিএসইতে গেল সপ্তাহে মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে হয়েছে। এরমধ্যে বেড়েছে ২০টির, কমেছে ৩৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১২১ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৬ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার টাকা।

গেল সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৮৫ পয়েন্ট কমে ১১ হাজার ৬৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৮৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে গেল সপ্তাহে ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৪টির, ৩১২টির কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়