ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সিএমএসএফে এখনও জমা হয়নি ৮ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২৬ মে ২০২২  
সিএমএসএফে এখনও জমা হয়নি ৮ হাজার কোটি টাকা

মো. মনোয়ার হোসেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ নিয়ে গঠিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) এখনও প্রায় ৮ হাজার কোটি টাকা জমা হয়নি। এ পর্যন্ত জমা হয়েছে মাত্র ৭৯৮ কোটি টাকা, যা সর্বমোট ফান্ডের মাত্র ৯.১৫ শতাংশ। অথচ জমা হওয়ার কথা ছিল ৮ হাজার ৭১৬ কোটি ৫১ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ মে) সিএমএসএফ কর্তৃক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেট কোম্পানিজের (বিএপিএলসি) সঙ্গে আয়োজিত ক্যাপিটাল মার্কেটকে অংশীদারিত্বের মাধ্যমে শক্তিশালীকরণ বিষয়ে ত্রিপক্ষীয় সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন থেকে এই তথ্য জানা যায়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএমএসএফের চিফ অব অপারেশন (সিওও) অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও বিএপিএলসির প্রেসিডেন্ট এম আনিস উদ দৌলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়