ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৬ জুন ২০২২  
শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুন) লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে সকাল থেকে সূচকের উত্থন-পতনে লেনদেন চলে। তবে দিন শেষে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। এদিকে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৫.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৩.২৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৬.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৭.৯৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৪২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ৯৮ কোটি ৬৮ টাকা বেশি।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৮.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩৪.২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৩১.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০৪.৩০ পয়েন্টে এবং সিএসআই সূচক ৯.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭.৮৮ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। দিন শেষে সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়