ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে আইপিডিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২ জুলাই ২০২২  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে আইপিডিসি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম কমার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন শেষে আইপিডিসির শেয়ারের ক্লোজিং দাম ছিল ৫৬.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়ায় ৫২.৭০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৪.১০ টাকা বা ৭.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইপিডিসি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ৭.০২ শতাংশ, সিনোবাংলার ৬.৯৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৪৫ শতাংশ, ফাইন ফুডসের ৫.০৪ শতাংশ, আরডি ফুডের ৪.৫৫ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.০৬ শতাংশ এবং সুহৃদের শেয়ারের দাম ৩.৯৫ শতাংশ কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়