ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন সাঈদা খানম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৩, ৫ জুলাই ২০২২  
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন সাঈদা খানম

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্সের অতিরিক্ত পরিচালক সাঈদা খানম পরিচালক (মহাব্যবস্থাপক) পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এর আগে, গত ৩ জুলাই (রোববার) তাকে পদোন্নতি দেওয়া হয়।

সাঈদা খানম ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি ও পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সাঈদা খানম ১৯৯৬ সালে প্রথমে একটি উন্নয়ন সংস্থায় হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ট্রেইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন।

জনসংযোগ কার্যক্রমকে পেশা হিসেবে নেওয়ার আগ্রহ থেকেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগে যোগদান করেন। যোগদানের পর থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন।

সাঈদা খানমের পৈতৃক নিবাস বরিশাল হলেও বেড়ে ওঠা রাজধানীতে। দেশে-বিদেশে অনেক কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন তিনি।

এনএফ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়