ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসওএসের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এডিএন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৫ জুলাই ২০২২  
এসওএসের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এডিএন

এসওএস ডেভেলপমেন্টের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এসওএস ডেভেলপমেন্টের শেয়ার হস্তান্তর চুক্তি অনুমোদন করেছে।

মঙ্গলবার (৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।

তথ্য মতে, এসওএস ডেভেলপমেন্টের শেয়ার অধিগ্রহণ করতে কোম্পানিটির ২ কোটি টাকা ব্যয় হবে। এসওএস ডেভেলপমেন্ট একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানিটির ব্যবসা ফায়ার সিকিউরিটি সেবা দেওয়া।

এসওএস ডেভেলপমেন্টের শেয়ার অধিগ্রহণের অর্থ এডিএন টেলিকম নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা হবে। এসওএস ডেভেলপমেন্ট ‘ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর সঙ্গে একটি যৌথ উদ্যোগে চুক্তি করেছে। ফায়ার গার্ড হিসাবে ইনস্ট্যান্ট রেসপন্স সিস্টেমসহ একটি উদ্ভাবনী ডিভাইসের সঙ্গে ফায়ার সিকিউরিটি সলিউশন সার্ভিস প্রদান করা হয়। এসওএসের মধ্যে চুক্তির মেয়াদ ১০ বছর। কোম্পানিটি আশা করছে এর মাধ্যমে বছরে ৫০ কোটি টাকা রাজস্ব আসবে।
 

ঢাকা/এনটি/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়