ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৪ আগস্ট ২০২২  
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

সরকার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে। 

রোববার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর এমডি নিয়োগ দেওয়া হয়।

সোনালী ব্যাংক: ব্যাংকটি এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. আফজাল করিম। তিনি বর্তমানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি পদে দায়িত্ব পালন করছেন।

রূপালী ব্যাংক: ব্যাংকটির ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে পদোন্নতি দিয়ে এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

অগ্রণী ব্যাংক: ব্যাংকটির এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. মুরশেদুল কবীর। তিনি বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত আছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের নতুন এমডিদের ৩ বছরের জন্য চুক্তিতে নিয়োগে সরকারের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী নতুন এমডিদের নিয়োগের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য স্ব স্ব ব্যাংককে পরবর্তী কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য ৩ ব্যাংকের বর্তমান এমডিদের মেয়াদ আগামী ২৮ আগস্ট শেষ হবে।

এনএফ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়