ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘১৫ আগস্টের ঘটনা জাতির ললাটে কালিমা লেপন করেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৫ আগস্ট ২০২২  
‘১৫ আগস্টের ঘটনা জাতির ললাটে কালিমা লেপন করেছে’

১৯৭৫ সালের ১৫ আগস্টের হৃদয়বিদারক ঘটনা বাঙালি জাতির ললাটে কালিমা লেপন করেছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (১৫ আগস্ট) ঢাকায় জিপিও মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বিটিআরসিরর চেয়াররম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. ফয়জুল আজিম এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর সাড়ে তিন বছরে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু প্রযুক্তি কাঠামো দাঁড় করিয়েছেন। প্রাথমিক ও কারিগরি শিক্ষার ওপর জোর দিয়েছেন। পরমাণু শক্তি কমিশন, টিঅ্যান্ডটি বোর্ড, উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপন করেছেন। কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের মাধ্যমে শিক্ষার আমূল পরিবর্তনের সূচনা করেছেন। দেশের প্রায় প্রতিটি সেক্টরকে যুগের চাহিদা মেটানোর উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ তিনি গ্রহণ করেছেন।’

মোস্তাফা জব্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা তুলে ধরে বলেন, ‘ইয়াহিয়া খানের লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে অভ্যন্তরীণ বিরোধিতা সত্বেও ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণ ছিল বঙ্গবন্ধুর দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তের ফসল। ওই নির্বাচনে বঙ্গবন্ধুর নিরঙ্কুশ বিজয়ে পুরো দেশের সব মানুষ এক হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় স্বাধীনতাযুদ্ধকে সমর্থন দেয়।’ 

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়