ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডাচ-বাংলার বুথসহ ই-ব্যাংকিং সেবা বন্ধ থাকবে ৩০ ঘণ্টা

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৭ আগস্ট ২০২২   আপডেট: ১২:০৩, ১৭ আগস্ট ২০২২
ডাচ-বাংলার বুথসহ ই-ব্যাংকিং সেবা বন্ধ থাকবে ৩০ ঘণ্টা

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডের জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও অনলাইন সেবা ৩০ ঘণ্টা বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে টানা ৩০ ঘণ্টা এসব সেবা নিতে পারবেন না ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (১৫ আগস্ট) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম, সিআরএম, পিওএস, ই-কমার্স, এনপিএসবি, আইবিএফটি ফান্ড স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো, ইন্টারনেট ব্যাংকিং, নেক্সাসপে, এজেন্ট ব্যাংকিং, রকেটের কোর ব্যাংকিং সম্পর্কিত লেনদেন ১৮ আগস্ট সকাল ৮টা থেকে ১৯ আগস্ট (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

আরও জানা গেছে, ওই সময়ের মধ্যে এনপিএসবি, আইবিএফটি ফান্ড স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো, নেক্সাস পে, এজেন্ট ব্যাংকিং, রকেটের কোর ব্যাংকিং সম্পকিত সব লেনদেন বন্ধ থাকবে।

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়